UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তবর্তীকালীন সরকারের দাবিতে খুলনায় গনতন্ত্র মঞ্চের মানববন্ধন

pial
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : অগণতান্ত্রিক সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জনগনকে সংগঠিত হওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় গনতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ। বক্তারা বলেছেন দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ট নির্বাচন সম্ভব নয়।

আজ (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি চত্বরে গনতন্ত্র মঞ্চ, খুলনা মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, দ্রব্যমূল্য উধ্বগতিতে মানুষ অনাহারে থাকছে। ফলে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এ অবস্থার অবসানের লক্ষ্যে শুধু মাত্র দলের পরিবর্তন নয় শাসন ব্যাবস্থার পরিবর্তন করতে হবে। বক্তারা আজকের রাজনীতিতে খেলা হবে এ ধরনের অগণতান্ত্রিক ও অরাজনৈতিক বক্তব্য পরিহার করার জন্য বৃহৎ দুটি রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন।
মানববন্ধন উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। বক্তৃতা করেন নগর নাগরিক ঐক্যের আহবায়ক এ্যাডঃ ডঃ মো. জাকির হোসেন, নগর জেএসডি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা স,ম রেজাউল করিম, গন সংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল ও জেলা জেএসডি’র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু।

(ঊষার আলো-এফএসপি)