UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অপহরণ মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের রিমান্ড মঞ্জুর

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ খুলনায় অপহরণ ও ধর্ষণ মামলায় একদিনে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: দিপন খান বলেন, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ খুলনায় অপহরণ ও ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুপুরে তাকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় উত্তেজিত জনতা নারায়ণ চন্দ্রের বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকে।

এর আগে ১৪ নভেম্বর সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও ইমরান হোসেন নামে এক যুবককে খুলনায় অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওই দিন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে ১৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা কারাগারে নিয়ে আসা হয় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে। তিনি গত ৬ অক্টোবর ভারতে পালিয়ে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত  থেকে আটক করে বিজিবি। অপর আসামি ইমরান হোসেনকে ডুমুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে এই মামলায় আদালতে হাজির করে।
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল হক বলেন, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ খুলনায় অপহরণ ও ধর্ষণ মামলায় আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন

ঊ/আ-এইচআর