UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে পরিকল্পনামন্ত্রীর আইফোন উদ্ধার, আটক ৫

usharalodesk
জুলাই ১৯, ২০২১ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবশেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আইফোনটি উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ। এঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য বিষয়টি জানানো হয়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)  মো. ইফতেখারুজ্জামান জানান, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। গত ৩০ মে রাজধানীর বিজয় স্মরণী থেকে মন্ত্রীর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

রোববার রাজধানীর রমনা এলাকা থেকে প্রথমে মো. সগির ও মো. সুমনকে আটক করা হয়। এরপর দুইজনের স্বীকারক্তিতে মো জাকির, মো. হামিদ আহমেদ ও সোহেল ওরফে আরিফকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা মাদকসেবীর পাশাপাশি পেশাদার ছিনতাইকারীচকের সদস্য। তারা রাস্তায় চলাচলকারী মানুষের মোবাইল ও ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ওই স্থান দ্রুত সময়ের মধ্যে ত্যাগ করে। মন্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই হওয়ার পর ১ জনের কাছে ৩০ হাজার টাকায় বিক্রিও করা হয়। কিন্তু সে ওই মোবাইলটি অব্যবহৃত অবস্থায় ফেলে রাখে। গত সপ্তাহে সেটি চালু করা হলে আইফোনটির অবস্থান নিশ্চিত হয়। এরপরে সেটি উদ্ধার হয়।

(ঊষার আলো-আরএম)