UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবসরে কবির, নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

ঊষার আলো
জানুয়ারি ৩, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন। মাত্র তিন সপ্তাহ দায়িত্ব পালন শেষে কবির বিন আনোয়ার চাকরি থেকে অবসরে যাওয়ায় মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হলো।