মোঃএরশাদ হোসেন রনি (মোংলা) : বঙ্গোপসাগর থেকে ৮টি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় সোমবার (২৭ জুন) রাত ১০টার দিকে গভীর সমুদ্র টহলরত নৌবাহিনী তাদেরকে আটক করে।
আটককৃতদেরকে জব্দকৃত ট্রলারসহ আজ বুধবার (২৯ জুন) সকালে মোংলা থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রলারে থাকা মাছ মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওপেন নিলামে বিক্রি করা হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৮টি ট্রলার ও ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। তারমধ্যে প্রথম দফায় ৪টি ট্রলার ও ৬৭ জন জেলেকে থানায় হস্তান্তর করা হয়।
আর বাকী ট্রলার ও জেলেদের আজ বুধবার থানায় হস্তান্তর করবে নৌবাহিনী। থানায় হস্তান্তরকৃতদের বিরুদ্ধে সমুদ্রসীমা লংঘন আইনে পৃথক মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, ৮টি ট্রলারের সমুদয় মাছ নিলামে বিক্রি করে অর্থ রাজস্ব খাতে জমা দেয়া হবে।
(ঊষার আলো-এফএসপি)