UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিমান ভুলে সবাইকে তাণ্ডব প্রতিরোধের আহ্বান কাদেরের

ঊষার আলো ডেস্ক
জুলাই ৩১, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের উত্তরসূরিরা এখনো সেই হিংস্রতার স্রোত বইয়ে চলেছে।

তিনি বলেন, এই উত্তরসূরিরা অগ্নি সন্ত্রাস ধ্বংসলীলার তাণ্ডব চালিয়ে দেশের মানুষের সম্পদ ধস করছে। সবাইকে মান অভিমান ভুলে এ নারকীয় তাণ্ডবের প্রতিরোধ করতে হবে।

দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ দেখবে এবার এই লড়াইয়ে কারা আছে, পার্টি অফিসে কাউকে বসিয়ে রাখা হবে না বলেও স্পষ্ট করে জানান কাদের।

বুধবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাবেক ছাত্রনেতাদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন কাদের।