ঊষার আলো ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মির প্রদেশে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান অমরনাথে মেঘ ভাঙা প্রবল বর্ষণে নিহত বেড়ে দাড়িয়েছে ১৫ জনে। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন।
শুক্রবার (৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে এ বর্ষণ শুরু হয়।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অমরনাথ গুহা ও নিকটবর্তী কালীমাতা মন্দিরের মাঝামাঝি এলাকায় প্রবল বর্ষণ শুরু হওয়ার পরই অল্প সময়ের মধ্যে তা প্রবল এক বানের রূপ নেয়। আর বৃষ্টি ও বানের পানিতে গুহার পাদদেশে খাটানো তীর্থযাত্রীদের বেশ কয়েকটি তাঁবু ভেসে যায়। এবং ধ্বংস হয়ে যায় তীর্থযাত্রীদের খাবারের জন্য অস্থায়ীভাবে স্থাপন করা একাধিক সামষ্টিক রান্নাঘরও (কমিউনিটি কিচেন)। এ ঘটনার পর সাময়িক স্থগিত করা হয় অমরনাথ যাত্রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষণ শুরু হওয়ার সময় এসব তাঁবু ও তার আশপাশের এলাকায় ১০ থেকে ১২ হাজার তীর্থযাত্রীরা উপস্থিতি ছিল।
বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু করে ইন্দো-তিব্বতিয়ান সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। সারা রাত ধরে এ উদ্ধার কাজ চলেছে।
(ঊষার আলো-এফএসপি)