UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিকের স্বর্ণপদক পেল চীন

usharalodesk
জুলাই ২৪, ২০২১ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টোকিও অলিম্পিকের ১ম স্বর্ণপদক জিতল চীনের কিয়ান ইয়াং। নারীদের ১০ মিয়ার এয়ার রাইফেল প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন ২১ বছর বয়সী কিয়ান। স্বর্ণপদক জিততে কিয়ান রাশিয়ার আনাস্টাসিয়া গলাশিনাকে হারিয়েছেন। তিনি পেয়েছেন রৌপ্যপদক আর ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের শ্যুটার নিনা ক্রিস্টেন।

এবার নিজেদের পদক নিজেদেরকেই তুলে নিতে হচ্ছে। ডায়াসের সামনে ১টি ট্রেতে পদক রাখা থাকে। বিজয়ী নিজের পদক গলায় তুলে নেন আর সাথে ফুলের তোড়াও গ্রহণ করেন। বাছাইপর্বে রেকর্ড গড়া নরওয়ের জেনেট হেগ ফাইনালে ভালো খেলতে পারেননি। ফাইনালে ৪র্থ স্থান অর্জন করেন তিনি। এদিকে, রিও অলিম্পিকে যারা পদক জিতেছিলেন তাদের কেউ ভালো করতে পারেননি।

(ঊষার আলো-আরএম)