UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিক ভলিবলে ব্রাজিলকে হারিয়ে পদক পেলো আর্জেন্টিনা

usharalodesk
আগস্ট ৭, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সেমিফাইনালে পরাজয়ে টোকিও অলিম্পিকের সোনা জেতার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা ভলিবল দলের। তবে, ব্রোঞ্জের জন্য লড়াইয়ে নেমেছিল চির প্রতিদ্বন্দ্বী এ দুইদল। শনিবার(৭ আগস্ট) সেই লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিলেন আর্জেন্টিনা ভলিবল দল।

৫ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাজিলকে ৩-২ সেটে হারালেন আর্জেন্টিনা দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া ম্যাচটিতে ১ম সেট জিতেছিল আর্জেন্টিনা। তবে ২য় সেটেই ঘুরে দাঁড়ায় ব্রাজিল।

এরপর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় ৩য় সেটে। শেষপর্যন্ত ৩১ মিনিটব্যাপী লড়াইটি ২৫-২০ পয়েন্টে জিতে নেন ব্রাজিলিয়ানরা। ৪র্থ সেট জিতে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ফল নির্ধারণী ৫ম সেটেও জমজমাট লড়াই হয়। শেষপর্যন্ত ১৫-১৩ ব্যবধানে জিতে যান আর্জেন্টিনা। অলিম্পিক ভলিবলে দীর্ঘ ৩৩ বছর পর পদকের দেখা পেল আর্জেন্টিনা।

(ঊষার আলো-আরএম)