UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার সিডনিতে বৃষ্টিপাতে রেকর্ড, বহু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

pial
অক্টোবর ৬, ২০২২ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বছর শেষ হতে এখনও ৮৬ দিন বাকি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে বার্ষিক বৃষ্টিপাতে রেকর্ড সৃষ্টি হয়েছে। জানুয়ারি থেকে সিডনিতে এখন পর্যন্ত ২২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়ার সংস্থা এই তথ্য জানিয়েছে।

লা নিনার প্রভাবে অস্ট্রেলিয়াজুড়ে বন্যায় ২০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। সিডনি এবং আশেপাশের বাসিন্দাদের বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবা বিষয়ক মন্ত্রী স্টেপ কুক বলেন, সিডনিতে আজও প্রচুর বৃষ্টি হয়েছে। দিন দিন পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।
আবহাওয়া ব্যুরো জানায়, সামনের দিনগুলিতে আরো ভারি বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এরইমধ্যে জলাশয় ও নদী কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।

উল্লেখ্য, এর আগে ১৯৫০ সালে সিডনিতে রেকর্ড দুই হাজার ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

(ঊষার আলো-এফএসপি)