UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত

pial
মে ১৫, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সাইমন্ডসকে বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। খবর দ্য গার্ডিয়ানের।

কুইন্সল্যান্ডের পুলিশ জানায়, সাইমন্ডসের গাড়িটি হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে যাচ্ছিল। সে সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জরুরি স্বাস্থ্যসেবা কর্মীরা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যান সাবেক এই তারকা ক্রিকেটার।

৪৬ বছর বয়সী সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্টে ১৪৬২ রান করেছেন আর উইকেট পেয়েছিলেন ২৪টি। আর ১৯৮টি একদিনের ম্যাচ খেলে ৩৯.৭৫ গড়ে পাঁচ হাজারের বেশি রান করার সাথে সাথে ১৩৩ উইকেটও তুলে নিয়েছেন। তারকা এ অলরাউন্ডার অজিদের হয়ে জিতেছেন মোট দুইটি বিশ্বকাপ।

(ঊষার আলো-এফএসপি)