UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্সে রোগীর বদলে ৫৮৯ বোতল ফেনসিডিল : গ্রেফতার ৩

pial
জুন ১০, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর অভিযানে ফেনী-চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে রোগীর বদলে ৫৮৯ বোতল ফেনসিডিল পাওয়া গেছে । এই সময় ৩ জনকে গ্রেফতার করে র‍্যাব।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। আটককৃতরা হলো- মো. মহিউদ্দিন হোসেন, মো. কামরুল হাসান ও মো. কামাল হোসেন।

আজ শুক্রবার (১০ জুন) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে জানতে পারি কিছু মাদক ব্যবসায়ী অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে ফেনসিডিল নিয়ে ফেনী থেকে চট্টগ্রামে আসছে। আর এ তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্য মতে, অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী রাখার সিটের ওপর থেকে ৫৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। এই ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে বলেও জানান মো. নুরুল আবছার।

(ঊষার আলো-এসএইস)