UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার যে কথা বলা হয়েছে তা সঠিক নয়: হু

usharalodesk
মার্চ ১৩, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করার কোনো কারণ নেই জানিয়ে টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংস্থাটি।
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর কিছু কিছু মানুষের রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর টিকা প্রদান কার্যক্রম স্থগিত করেন ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়াসহ বেশ কয়েকটি দেশ। এর কারণে টিকাটি গ্রহণকারী দেশগুলোর কর্তৃপক্ষের কপালে পড়ে চিন্তার ভাঁজ পড়ে।
তবে ১২ মার্চ শুক্রবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা- জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধের কোনো কারণ নেই। টিকাটির বিষয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার যে কথা বলা হয়েছে তা সঠিক নয় বলেও জানিয়েছে সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখপাত্র বলেছেন, এটি খুবই কার্যকারী টিকা। দেশগুলোর উচিত টিকা ব্যবহার অব্যাহত রাখা। কারণ এরসঙ্গে রক্ত জমাট বাধার কোন সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি। তবে যে কথা ছড়িয়েছে, সে বিষয়ে ডব্লিউ এইচ ও বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে।
এখন পর্যন্ত কেবল ইউরোপেরই ৫০ লাখ মানুষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছে। এ ছাড়া কম মূল্য এবং সহজে সংরক্ষণযোগ্য হওয়ায় ভ্যাকসিনটি ব্যবহার করছে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।

 

(ঊষার আলো-এম.এইচ)