UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে ৩০ জনের শরীরে রক্ত জমাট

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে ৩০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। এর আগে মাত্র ৫ জনের শরীরে এই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানানো হয়েছিল। পরে তা আরও ২৫ জনের শরীরে দেখা দিয়েছে।
এর আগে অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারে টিকাগ্রহীতার শরীরে রক্ত জমাট বাঁধছে বলে প্রথমে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আপত্তি ওঠে। ব্রিটেন সে সময়ে জানিয়েছিল, তাদের দেশে ১ কোটি ১০ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হলেও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে এখন দেখা যাচ্ছে, সংস্থাটির টিকা নেওয়ার পর ব্রিটেনেও রক্ত জমাট বাঁধার মতো গুরুতর ঘটনা ঘটছে।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, রক্ত জমাট বাঁধা নিয়ে সৃষ্ট টানাপোড়েনের কারণে বেশ কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) পরামর্শ অনুযায়ী অন্য অনেক দেশ আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ শুরু করেছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার সঙ্গে গ্রহীতার রক্ত জমাট বাঁধার কোনো সংশ্লিষ্টতা নেই বলে এর আগে জানিয়েছিল সংস্থা দুটি।

 

 

(ঊষার আলো- এম.এইচ)