UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইনজীবী নিহতের বিচার দাবিতে মানববন্ধন

usharalodesk
মার্চ ২৮, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার আইনজীবী সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড অবিনাশ মিত্রের মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন করেছেন মঠবাড়িয়া চৌকি আদালতের আইনজীবীবৃন্দ।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সম্মুখে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে আইনজীবী ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

এসময় মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জেষ্ঠ্য আইনজীবী আউতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনজীবী দীলিপ কুমার পাইক, রফিকুল ইসলাম বাবুল, আব্দুস সালাম, জামাল হোসেন, মজিবর রহমান মৃধা, ইদ্রিস আলী ইমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. নাসরিন জাহান, কমিউনিস্ট পার্টির নেতা সুভাষ মজুমদার, ইখতিয়ার হোসেন পান্না, পৌরসভার সাবেক কাউন্সিল হেমায়েত উদ্দিন, শিক্ষক নেতা শহিদুল ইসলাম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, উদীচি শিল্পী গোষ্ঠের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, মোস্তফা কামাল বুলেট, জুলফিকার আমিন সোহেল,আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ও মানবধিকার কর্মী কিশোর প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ মার্চ রোববার সন্ধ্যায় ঢাকার সায়েদাবাদ থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমা পরিবহন (ঢাকা মোট্টো-ব-১২-১৩২৯) যাত্রীবাহী গাড়িটি রাত ৩টার দিকে মঠবাড়িয়ার চানু মাষ্টার বাড়ি নামক স্থানে পৌঁছা মাত্র রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অবিনাশ মিত্র মৃত্যুবরণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গাড়িটি বেপরোয়া গতিতে চালানোর কারণে দুর্ঘটনায় কবলিত হয়। তারা ঘাতক বাসের ড্রাইভারসহ সংশ্লিষ্ট সকল দোষীদের শাস্তির দাবি জানান।