UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে রাজস্থান রয়েলসের নাটকীয় জয়

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে প্রথম জয়ের স্বাদ পেল মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে তারা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ দশমিক ২ ওভারে মাত্র ৪২ রানে ৫ উইকেট হারায় রাজস্থান। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ২ দক্ষিণ আফ্রিকার তারকা ডেভিড মিলার ও ক্রিস মরিস। ৪৩ বলে ৬২ রান করে মিলার আউট হলেও ১৮ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরিস।
এর আগে জয়দেব উনাদকাট ও মুস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ করে দিল্লি। উনাদকাট ১৫ রানে ৩টি উইকেট তুলে নেন। এ ম্যাচে পুরনো ছন্দে দেখা যায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে। ৪ ওভার বোলিং করে ২৯ রানের বিনিময়ে তুলে নিয়েছে ২টি উইকেট। ব্যক্তিগত প্রথম ওভারে ফিজের বলে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আর নিজের শেষ ওভারে বোল্ড করে ইংলিশ অলরাউন্ডার টম কারানকে।

(ঊষার আলো- এম.এইচ)