UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল আর অর্থের কারণেই টেস্ট বাতিল করেছে ভারত: মাইকেল ভন

ঊষার আলো
সেপ্টেম্বর ১২, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আইপিএলে খেলার জন্যই ভারতীয় দল ম্যাচ শুরুর স্রেফ ঘণ্টা দুয়েক আগে ম্যানচেস্টার টেস্ট বাতিল করেছে বলে দাবি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

বিষয়টি যুক্তি দিয়ে দাবি করে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে কলাম লেখেন ভন।

আইপিএল শুরুর সময় ও পঞ্চম টেস্ট শেষের সময়টা উল্লেখ করে টুইটারেও নিজের ক্ষোভ ঝাড়েন ভন।

ভন লিখেছেন- ‘আইপিএলের দলগুলো খেলোয়াড়দের নেওয়ার জন্য প্লেন ভাড়া করছে। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ৬ দিন কোয়ারেন্টানে থাকতে হবে। আর টুর্নামেন্ট শুরু হতে বাকি ৭ দিন। দয়া করে বলবেন কি, আইপিএল ছাড়া অন্য কোন কারণে টেস্ট বাতিল হয়েছে?

এছাড়াও দ্য টেলিগ্রাফে নিজের কলামে ভন আরও লিখেছেন- ‘ক্রিকেটাররা কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইপিএল খেলতে না পারার ভয়ে ছিলেন। সত্যি কথা বলতে- এটা পুরোটাই অর্থ ও আইপিএলের কারণেই টেস্ট বাতিল করা হয়েছে। কারণ খেলোয়াড়রা কোভিডে আক্রান্ত হয়ে আইপিএল খেলতে না পারার একটা ভয়ে ছিল।’

ম্যানচেস্টার টেস্ট বাতিলে লাভটা হয়েছে ভারতের। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ম্যাচে মাঠে না নেমেই সিরিজ জিতে নিল ইন্ডিয়া।

আইপিএলের বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। ফাইনালসহ এখনও ৩১ ম্যাচ বাকি।

(ঊষার আলো-এফএসপি)