UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল নিলামের আগে নিষেধাজ্ঞার মুখে দুই ক্রিকেটার

usharalodesk
নভেম্বর ২৩, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :রাত পোহালেই আইপিএলের নিলাম। ২৪ ও ২৫ নভেম্বর–টানা দুই দিন সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। ঠিক তার আগেই দুই ক্রিকেটারকে দুঃসংবাদ দিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

এছাড়া সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় রয়েছে আরও তিন ক্রিকেটারের নাম। তারা হলেন–দীপক হুডা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তবে তাদের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মণীশ কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন। গত মৌসুমেও কলকাতার জার্সিতে দেখা যায় তাকে। একাধিক ম্যাচে পরের দিকে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মণীশ। এবার অবশ্য দলটি তাকে ধরে রাখেনি।

অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে নিলামের টেবিলে কাড়াকাড়ি হতে পারত বলে মনে করা হচ্ছে। সেই সম্ভাবনা এখন অনেকটাই কমেছে। বোর্ডের নতুন সিদ্ধান্তের কারণে মণীশকে কোনো দল কিনলেও বোলিং করাতে পারবে না। ফলে তার দর অনেকটাই কমতে পারে।

একই জিনিস দেখা যেতে পারে দীপকের ক্ষেত্রেও, যিনি গত তিন মৌসুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন।

ঊষার আলো-এসএ