UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইভীর কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৪ শতাংশ ভোট

ঊষার আলো
জানুয়ারি ১৬, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটের প্রথম এক ঘণ্টায় (সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত) আইভীর কেন্দ্র ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয়ে ৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।এ বিদ্যালয়ে দুটি কেন্দ্র আছে। এর মধ্যে নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল জানান, ভোটগ্রহণের প্রথম ঘণ্টায়

এক নম্বর বুথে ভোট দিয়েছেন ১২ জন, দুই নম্বর বুথে ১৮, তিন নম্বর বুথে ২১, চার নম্বর বুথে ১৮ জন ও পাঁচ নম্বর বুথে ১৩ জন ভোট দিয়েছেন।তিনি বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৮ জন।

এই কেন্দ্রে ভোটের লড়াইয়ে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভোট দেওয়া কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত  কেন্দ্রে আসেননি তিনি। কেন্দ্রের পাশেই তার বাসা।