UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসি মেন’স ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সিকান্দার রাজা

pial
সেপ্টেম্বর ১২, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জিম্বাবুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি মেন’স ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার পেলেন সিকান্দার রাজা। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আগস্টের সেরা হিসেবে তাকে ঘোষণা করে আইসিসি। ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস এবং মিচেল স্যান্টনারকে হারিয়ে এই অর্জনে নাম লিখলেন তিনি।

এ বছর দারুণ সময় কাটানো রাজা আগস্ট মাস স্মরণীয় করে রেখেছেন তিনটি সেঞ্চুরিতে। দুটি বাংলাদেশের বিপক্ষে ও একটি ভারতের বিপক্ষে, তিনবারই দলের বিপদের মুহূর্তে।

বাংলাদেশের বিপক্ষে ৩০৪ রান তাড়ায় প্রথম ওয়ানডেতে তিন উইকেটে ৬২ রান ছিল জিম্বাবুয়ের। ইনোসেন্ট কাইয়াকে নিয়ে সেখান হতে ১৯২ রানের জুটি গড়ে দলকে জেতান রাজা। বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় এক জয়ে ১০৯ বলে ১৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ২৯২ রান তাড়া করে জিম্বাবুয়ে ৪৯ রানে তাদের ৪ উইকেট হারায়। আবারও ত্রাতার ভূমিকায় রাজা আর এবার তার সঙ্গী রেগিস চাকাভা। ১২৭ বলে ১১৭ রানে অপরাজিত ছিলেন রাজা ও টানা দ্বিতীয় ম্যাচ জেতান। সেই ম্যাচে ১০ ওভার বল করে ৫৬ রান খরচায় নেন ৩ উইকেট।

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে তো দলকে প্রায় জিতিয়েই ফেলেছিলেন রাজা। তবে সমর্থন পাননি অন্য প্রান্ত থেকে। ২৯০ রান তাড়া করতে নেমে তিনি খেলেন শেষের আগের ওভারটি পর্যন্ত। তার ৯৫ বলে ১১৫ রানের ইনিংস শেষ পর্যন্ত বিফলে যায় ও হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে।

(ঊষার আলো-এফএসপি)