UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসি র‌্যাংকিংয়ে স্টোকসকে পেছনে ফেললেন লিটন

pial
জুলাই ২১, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন দাস। প্রথম ওয়ানডেতে রান না পেলেও শেষ দুই ওয়ানডেতে খেলেন দারুণ ইনিংস। আর শেষ ম্যাচে হাঁকিয়েছেন অর্ধশতকও। ফলে সম্প্রতি আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে এগিয়েছেন তিনি।

সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়া ইংলিশ তারকা বেন স্টোকসকে পেছনে ফেলে ৩০ নম্বরে উঠে এসেছেন লিটন। ওয়ানডে ব্যাটিংয়ের র‌্যাংকিংয়ে যাথারীতি শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও দুইয়ে রয়েছেন আরেক পাকিস্তানি ইমাম-উল-হক। আর তিন ধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। এবং চারে নেমে গেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

এছাড়া সেরা দশে থাকা ব্যাটাররা হলেন রোহিত শর্মা (৫), কুইন্টন ডি কক (৬), রস টেইলর (৭), ডেভিড ওয়ার্নার (৮), জনি বেয়ারস্টো (৯) এবং অ্যারন ফিঞ্চ (১০)।

(ঊষার আলো-এফএসপি)