UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আগুনে পুড়ে কোটি টাকার ক্ষতি

pial
নভেম্বর ১০, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দ বাজারের পাঁচ রাস্তা মোড়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোররাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যতিক সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে ১৫/১৬ টি দোকান পুড়ে যায়।

আগুনের খবর পেয়ে শরণখোলা ও পাশ^বর্ত্তি মোড়লগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শরনখোলা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং শরণখোলা থানার ওসি ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থদের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থরা হলেন কালাম জোমাদ্দারের -রিপা টেলিকমের দোকান, নবী হোসেনের ফার্মেসী দোকানসহ, আব্দুল হক ফরাজী, শামীম মোল্লা, শহীদুল চৌকিদার, শহীদ হওলাদার, মাসুম কাজী, মাইনুল ইসলাম টুকু, ডাক্তার মশিউর রহমান, সাইদুর রহমান গফ্ফার তালুকদার, খোকন তালুকদার, বাবুল আকন, আব্দুর রশিদ ও রিপন তালুকদারের দোকান সম্পুর্ন পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন।

শরনখোলা ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আফতাবী আলম জানান, ভোর রাতে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং দুই ঘন্টার বেশী সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচেছ বৈদ্যুতিক সর্টসাকিটের মাধ্যমে এ আগুন লেগেছে। আর ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন চলামান রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)