UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

pial
নভেম্বর ১৯, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বজুড়ে নারী দিবস যতটা আলোচিত, কিন্তু পুরুষ দিবস ততটা নয়। অনেকেই পুরুষ দিবস শুনে অবাক হন। তবে নারী দিবসের পাশাপাশি রয়েছে পুরুষ দিবসও।

আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। নব্বইয়ের দশকে দিনটি পুরুষ দিবস হিসেবে উদযাপন করা উদ্যোগ নেয় বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন। পুরুষদের সাংস্কৃতিক, রাজনৈতিক ও আর্থ-সামাজিক অর্জনকে স্বীকৃতি দিতে বিশ্বব্যাপী এ দিনটি পুরুষ দিবস হিসেবে উদযাপন করা হয়।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, ইউক্রেন, ইতালি, আয়ারল্যান্ড, ডেনমার্ক, সিঙ্গাপুর, চীন, জ্যামাইকা, কিউবা, কানাডা, জিম্বাবুয়ে ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়। কিন্তু এ দিবসটিকে এখনো পুরুষ দিবস হিসেবে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ।

ছেলে শিশু ও পুরুষদের জীবন, অর্জন, অবদান বিশেষ করে দেশ, সমাজ, সম্প্রদায় ও পরিবারে তাদের অবদান উদযাপনই এ দিবস উদযাপনের লক্ষ্য। এর মূল উদ্দেশ্য হল পুরুষদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বাড়ানো।

(ঊষার আলো-এফএসপি)