UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে মোবাইল ইন্টারনেটের ‘মেয়াদহীন প্যাকেজ’ চালু

koushikkln
এপ্রিল ২৮, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: আজ বৃহস্পতিবার থেকে মোবাইল ইন্টারনেটের ‘মেয়াদহীন প্যাকেজ’ চালু হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল অপারেটরগুলোর আনলিমিডেট (মেয়াদবিহীন) ডেটা এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে।
এ ঘোষণার সাথে সাথে অপারেটরদের মোবাইল অ্যাপগুলোতে এ ধরণের প্যাকেজ অফার দেখা যাচ্ছে।

তবে বিটিআরসি জানিয়েছে যে এ প্যাকেজগুলো নামকরণে আনলিমিটেড বা মেয়াদবিহীন বলা হলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে এর সর্বোচ্চ মেয়াদকাল হবে এক বছর। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করে বলেছেন, এটি আমাদের দেশের মোবাইল ফোন গ্রাহকদের জন্য ‘ঈদ উপহার’।

তিনি আরও বলেন, এই ঘোষণার ফলে গ্রাহকদের ডেটা ব্যবহারের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এবং ২/৪/১০ দিনের মেয়াদ বা এক বছরের মেয়াদ দেয়া এক বিষয় নয়। বর্তমানে প্রচলিত মাসিক প্যাকেজগুলি নিরবচ্ছিন্ন নয়, ফলে ডেটা শেষ হয়ে গেলেও মাসের অবশিষ্ট দিনে নতুন প্যাকেজ না কিনলে ইন্টারনেট ব্যবহার করা যায় না।