UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

usharalodesk
সেপ্টেম্বর ৪, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের ম্যাচে আজ আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গত ২৮ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সুপার ফোরেও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান।  বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ভারত পৌঁছেছিল ৫ উইকেট ও ২ বল হাতে রেখে। দুদলই নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছে হংকংয়ের বিপক্ষে। ভারত ৪০ রানে জিতলেও হংকংকে ৩৮ রানে অলআউট করে দিয়ে পাকিস্তান জিতেছে ১৫৫ রানের বিশাল ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আজকের ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হবে ভারতের। হাঁটুর ইনজুরির কারণে খেলা হচ্ছে না জাদেজার। তাঁর জায়গায় দলে ঢুকেছেন আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল।এদিকে, সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শনিবার রাতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে তারা।

ঊষার আলো-এসএ