UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজ বিকেল থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঊষার আলো
জুলাই ১৩, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কঠোর বিধিনিষেধ শিথিল করায় বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। আজ (১৩ জুলাই) বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে শুরু হবে ট্রেন চলাচল। এটি চলবে ২২ জুলাই পর্যন্ত। এ সময়ে সব টিকিট অনলাইনে বিক্রি হবে। বিক্রি হবে মোট আসনের ৫০ শতাংশ। কোন কোন রুটে কতটি ট্রেন চলবে সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

সেগুলো হচ্ছে, প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট এই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রীম টিকিট যাত্রার ৫ দিন আগে যাত্রীরা কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট আর ফেরত দেওয়া যাবে না। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। এমনকি, টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। সরকারের নির্দেশনা অনুযায়ী ২৩ জুন মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ আছে।

(ঊষার আলো-আরএম)