UsharAlo logo
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা

usharalodesk
জানুয়ারি ২, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  আজ রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকালে মহড়াস্থল জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, সকাল ১১টা ২৫ মিনিট থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টরযোগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় আসবেন।

তিনি সেনাবাহিনীর মহড়া দেখবেন এবং দুপুরের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। মহড়া শেষে তিনি হেলিকপ্টরেই ঢাকায় ফিরে যাবেন।

ঊষার আলো-এসএ