UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ রাতে হবে গুরু-শিষ্যের লড়াই

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালস। কিপিং গুরু মহেন্দ্র সিং ধোনির বিপে লড়াই করবেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান দিল্লি অধিনায়ক ফ্লাট পন্থ।

মাত্র ২৩ বছর বয়সে দিল্লির অধিনায়কত্ব পাওয়া ফ্লাট পন্থ এবারের আইপিএলে ১টি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে। যে রেকর্ডটি এখনও পর্যন্ত রোহিত শর্মার দখলে আছে। ফ্লাট পন্থ যদি দিল্লি ক্যাপিটালসকে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেন। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বেন। এবার তিনি হবেন আইপিএলের শিরোপাজয়ী সবচেয়ে কম বয়সী অধিনায়ক। কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন দলটিকে হারানো খুব কঠিন। কাঁধের চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। তার জায়গায় অধিনায়ক হিসেবে স্থান পেয়েছে ফাট পন্থ। দায়িত্ব পেয়ে জাতীয় দলে এ উইকেটকিপার ব্যাটসম্যান নিঃসন্দেহে উচ্ছ্বসিত।

(ঊষার আলো-আরএম)