ঊষার আলো রিপোর্ট: করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের নাগরিকদের মতো এ দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদেরও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ রবিবার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করা হবে।
গত বছর ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকায় বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। এরপর তাঁরা টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। এবার তাঁদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিদেশে বাংলাদেশি কূটনীতিকরাও টিকার আওতায় এসেছেন।