ঊষার আলো রিপোর্ট : রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ নভেম্বর অন্নদানগরের একটি মারামারি ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
ঊষার আলো-এসএ