ঊষার আলো ডেস্ক : চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা মামলায় জেএমবি সদস্য জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে আদালত। রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে জাবেদ ইকবাল আদালতে উপস্থিত থাকলেও বোমা মিজান পলাতক ছিলেন।
জানা গেছে, ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা করেন জেএমবি সদস্য। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া এবং বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদের মৃত্যু হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের হয়েছিলো। তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হ্লা চিং প্রু ২০১৬ সালের ১৮ মে ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ১৬ জুলাই মামলাটির অভিযোগ গঠন করা হয়।
গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্র এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
(ঊষার আলো-আরএম)