UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে রানার্সআপ খুবি 

usharalodesk
জুন ৫, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্কঃ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় রানার্সআপ খুলনা বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়দের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপহার হিসেবে ব্লেজার প্রদান করা হয়েছে। ০৫ জুন (সোমবার) বেলা ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে ব্লেজার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি দলে কোচ ও টিম ম্যানেজারকে ব্লেজার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রম বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণার পাশাপাশি এখন খেলাধুলায়ও বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় একটা অর্জন। শিক্ষার্থীরা কোনো পুরস্কার বা অ্যাওয়ার্ড পেলে শিক্ষা প্রতিষ্ঠানও গর্বিত হয়। তিনি বলেন, সুস্থ থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। একজন খেলোয়াড় বহির্বিশ্বে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। সে দেশকে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারেন। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির প্রচেষ্টার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রায় ১০ বছর পর এবার অ্যাথলেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে ধারাবাহিকভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব শিক্ষার্থীদের। এখান থেকে শিক্ষায় নিয়ে তোমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীরা খেলাধুলার এই সাফল্য ধরে রেখে আগামীতে আরও বড় কিছু অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিম ম্যানেজার ও সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, রানার্সআপ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।