UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে মাঙ্কিপক্সের সতর্কতা

pial
মে ২২, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাঙ্কিপক্সের বিস্তার রোধ করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্য সকল আন্তর্জাতিক বিমানবন্দর গুলোতে সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই বিষয়ে সতর্কতার সাথে কাজ করছে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ যাতে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের ওপর সজাগ দৃষ্টিসহ স্ক্রিনিং জোরদার করা হয়। তবে রবিবার পর্যন্ত বিমানবন্দরে এ ধরনের কোনো রোগী সনাক্ত হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

বেবিচক কর্মকর্তারা বলেন, এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই সতকর্তা জারি করা হয়েছে। বিদেশ থেকে আসা কোনো যাত্রীর শরীরে মাঙ্কিপক্সের মতো সন্দেহজনক কোনো লক্ষণ দেখা গেলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের ড. মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিমানবন্দরে বিদেশ থেকে আসা কোনো যাত্রীর দেহে মাঙ্কিপক্সের উপসর্গ শনাক্ত হলে তা সাথে সাথে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে জানাতে হবে।

জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শনিবার (২১ মে) বিশ্বের ১২টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার বিষয়ে জানিয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রলিয়ায় মাঙ্কিপক্সের রোগী পাওয়া গেছে।

(ঊষার আলো-এসএইস)