UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে যাওয়ায় শিক্ষার্থীর বাড়িতে হামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

usharalodesk
অক্টোবর ২৯, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রের বাসায় হামলার মামলায় বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা পৌর-শহরের নাথপট্টী লেক নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, বরগুনা পৌরশহর থেকে সবুজ মোল্লাকে গ্রেফতার করে থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীর বাসায় হামলার ঘটনায় পূর্বের দায়েরকৃত একটি মামলায় সবুজ মোল্লাকে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ঊষার আলো-এসএ