UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানকে বাঁচাতে রশিদের আকুতি

ঊষার আলো
আগস্ট ১২, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের দেশ রক্ষার আকুতি জানিয়ে টুইট করেছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রশিদ খান।

তিনি লিখেছেন, ‘প্রিয় বিশ্ব নেতারা, আমার দেশের মানুষ খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। এখানে শিশু ও মহিলাসহ হাজারো নিরীহ মানুষ প্রতিদিন শহীদ হয়ে যাচ্ছে। বাড়িঘর থেকে শুরু করে ধ্বংস করে দেওয়া হচ্ছে অনেকের সহায়-সম্পত্তিও। বাস্তুহারা হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। আমাদের এরকম আতঙ্কের মধ্যে রেখে দিয়ে আপনারা চলে যাবেন না। নিরীহ আফগানদের হত্যা করা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করা হোক, আমরা শুধু শান্তি চাই।’

আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের হাতে তুলে দিয়ে যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পরপরই তালেবানরা দেশটির প্রায় ৬৫ শতাংশ অঞ্চল দখলে নিয়ে নিয়েছে। দেশের এই অবস্থা দেখে চুপ থাকতে পারলেন না রশিদ খান। কাজে বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার সাহায্য চেয়েছেন বিশ্বনেতাদের কাছে।

(ঊষার আলো-এফএসপি)