ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে। বুধবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এখনো অনেক মানুষ আহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
আহতদের উদ্ধারে ও জরুরি ওষুধ সরবরাহে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে জানায় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আইয়ুবী। তিনি বলেন, ‘মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিছু পাহাড়ি প্রত্যন্ত এলাকায় এখনো পৌঁছানো যায়নি। কাজে হতাহতের সঠিক সংখ্যাও জানা যাচ্ছে না।’
গতকাল মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ২টার দিকে দেশটিতে এ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর হতে ৪৪ কিলোমিটার দূরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
সূত্র: রয়টার্স
(ঊষার আলো-এফএসপি)