UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ৭৭ তালেবান নিহত

ঊষার আলো
আগস্ট ৩, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানে তালেবান এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হচ্ছে। দেশটির হেলমান্দ প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান ও স্থলপথে হামলায় তালেবানের ৭৭ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে হামলায় এ যোদ্ধাদের মৃত্যু হয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর মুখপাত্র ফাওয়া আমান।

ফাওয়াদ আমান আজ (মঙ্গলবার) জানান, নিহত এই ৭৭ জনের মধ্যে ৩ জন তালেবানের সামরিক কমিশনের প্রধান। সরকারি বাহিনীর হামলায় ২২ জন তালেবান গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের আশপাশের এলাকায় তালেবানদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

এর আগে, হেলমান্দে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের বাহিনী। ওই হামলায় ৪০ জন তালেবান নিহত হন।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর থেকে তালেবানের হামলা বেড়েছে। এতে সরকারি বাহিনীর সাথে তালেবানের লড়াইও তীব্র হয়েছে। এ পর্যন্ত ২২৩টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ১১৬টি জেলায় লড়াই চলছে। দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১৭টির রাজধানী তালবানের দখলে চলে যাওয়ার হুমকিতে রয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন তালেবানরা। তালেবানের কাছে আফগানিস্তানের ১ম কোনো প্রাদেশিক রাজধানীর পতন হতে পারে এটি।
হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের বিভিন্ন অঞ্চলে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র এবং আফগান বাহিনী। বিমান হামলার পরেও শহরের নিয়ন্ত্রণ নিতে রাজপথে তীব্র লড়াই চালাচ্ছেন তালেবান যোদ্ধারা।

(ঊষার আলো-আরএম)