UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আফগান সিরিজ হবে কঠিন’

ঊষার আলো
জুন ৩, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হবে কঠিন। এমনটি মনে করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আফগান সিরিজ সামনে রেখে এরই মধ্যে প্রি-ক্যাম্প শুরু হয়েছে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আগামীকালের মধ্যে চলে আসার কথা। তিনি এলে ক্যাম্প শুরু হবে।

তিনি বলেন, ‘আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। কঠিন সিরিজ হবে। তাদের বোলিং আক্রমণ মানসম্পন্ন। টেস্ট দিয়ে শুরু করব। মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা টেস্ট নিয়েই চিন্তা করছি।’

তিনি আরও বলেন, ‘ওয়ানডে সুপার লিগ নিয়ে সন্তুষ্ট, বলব না। তবে আমরা শীর্ষ তিনের দল। আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দ্বিতীয় কিংবা প্রথম দল হতে পারতাম।’

তিনি বলেন, ‘কিন্তু ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই করেছি।’

ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে।

ঊষার আলো-এসএ