UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিদি-নাসিম তোপে দেড়শ রানও করতে পারল না অস্ট্রেলিয়া

usharalodesk
নভেম্বর ১০, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচে কোনো রকমে দেড়শ পেরিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেটিও পারেনি দলটি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দলটি অলআউট হয়েছে মাত্র ১৪০ রানে। বল হাতে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর শিকার ৬ উইকেট।

সিরিজ নির্ধারণী ম্যাচ হলেও ক্রিকেটারদের নিয়ে বেশ সতর্ক অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি সামনে রেখে একাদশে এ ম্যাচে পাঁচটি বদল আনে অজিরা। বিশ্রাম দেওয়া হয় সিনিয়র ক্রিকেটারদের।

এমন ম্যাচেও অবশ্য শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় শত রানের আগে দলটি হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ৩১.৫ ওভারে অলআউট হয় মাত্র ১৪০ রানে। যেখানে দলীয় সর্বোচ্চ ৩০ রান আসে শন অ্যাবটের ব্যাট থেকে।

বল হাতে শাহিন আফ্রিদি ও নাসিমের শিকার ৩টি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন হারিস রউফ। বাকি এক উইকেট পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার ১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬ ওভার শেষে স্কোরবোর্ডে ২২ রান জমা করেছে পাকিস্তান।

ঊষার আলো-এসএ