UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও দুঃসংবাদ পেল ইমরান খানের দল

usharalodesk
জানুয়ারি ১৪, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনের আগে দুঃসংবাদ পেল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)।

শনিবার রাতে দেশটির সুপ্রিমকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন— ‘ব্যাট’ প্রতীকে নির্বাচন করতে পারবে না পিটিআই।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দুদিন শুনানি শেষে সুপ্রিমকোর্ট তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেওয়ার রায় দেন। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তারা এই রায় দেন।

দুর্নীতি মামলায় সাজা হওয়ায় কারাবন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাজার কারণে নিজ দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ইমরান। পরে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলী খান।

পিটিআইয়ের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত ২২ ডিসেম্বর দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করে ইসিপি। বিষয়টি পিটিআই ও ইসিপির আইনি লড়াই সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়ায়। পরে শনিবার এই আদেশ দিল দেশটির সুপ্রিমকোর্ট।

ঊষার আলো-এসএ