UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আমদানি নিরুৎসাহিত করতে ৬৮ ধরনের পণ্যে শুল্ক আরোপ

pial
মে ২৪, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : আমদানি নিরুৎসাহিত করতে ৬৮ ধরনের পণ্যে ৩-৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে জাতীয় রাজস্ব বোর্ড এই –সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন জারির সাথে সাথে তা কার্যকরও হয়েছে।

২০ শতাংশ হারে বসেছে কাঠ ও লোহার আসবাব এবং আসবাবের কাঁচামাল; সিকেডি অবস্থায় ব্যক্তিগত গাড়িতে ৩০ শতাংশ; পিকআপ ও ডাবল কেবিন পিকআপ ভ্যানে ২০ শতাংশ এবং গাড়ির ইঞ্জিনে ১৫ শতাংশ। এছাড়া টায়ার, রিম প্রভৃতির ওপর ৩-১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

রড, বিলেট প্রভৃতির ওপর ৩-১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসেছে। সিমেন্ট খাতের অন্যতম কাঁচামাল ফ্লাই অ্যাশ আমদানিতেও ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে।

এছাড়াও পারফিউম, চুল ও ত্বকের সামগ্রী, সেভ করার সামগ্রী, অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, প্রাথমিক চিকিৎসাসামগ্রী, ফাইবার অপটিক এবং বিভিন্ন ধরনের তার, আম, আপেল, তরমুজ ও বাদামসহ বিভিন্ন রকমের ফলের ওপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)