ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে গেছে বাংলাদেশ। সফরকারীদের ৬ উইকেটে করা ২৯৪ রানের লক্ষ্য ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে স্বাগতিকরা। অর্থাৎ প্রায় তিনশ ছুঁইছুঁই টার্গেট দিয়েও খুব সহজে ম্যাচ হেরেছে বাংলাদেশ। যাতে পরিষ্কার এই উইকেটে রান তোলা সহজ ছিল।
এমন ব্যাটিংবান্ধব উইকেটেও তিনশ করতে পারেনি বাংলাদেশ। যার পেছনে দায় আছে ডট বল খেলার। ম্যাচের ৩০০ বলের মধ্যে ১৫৫ বলই ডট খেলেছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সব ব্যাটার ১০০ বা তার বেশি স্ট্রাইকরেটে ব্যাট করলেও ব্যতিক্রম ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলীয় সর্বোচ্চ ১০১ বলে ৭৪ রান করলেও মিরাজের স্ট্রাইক রেট ছিল সবচেয়ে কম ৭৩.২৬।
৭১ বলে ফিফটি ছোঁয়া মিরাজ পরের ২৪ রান করতে খেলেন আরও ৩০ বল। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও সেটি পারেননি তিনি। যা নিয়ে তিনি বলেন, ‘সেঞ্চুরির কথা আমি ভাবিনি। দরকার ছিল দলকে ভালো একটা অবস্থায় নিয়ে যাওয়া। আমি চেষ্টা করেছি ৪০ ওভারের মধ্যে দলের রান একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়া। মনে হয়েছে এই উইকেটে ৩০০ রানের বেশি করতে পারলে ভালো হবে। যে কারণে রানের জন্যই খেলেছি।’
উইকেট ব্যাটিং সহায়ক হলেও তিনশ করতে পারেনি বাংলাদেশ। যা নিয়ে মিরাজ বলেন, ‘একটা ভালো জুটির পর তানজিদ আউট হয়ে গেল। এরপর আফিফের সঙ্গে ভালো জুটি গড়ে ওঠার পর (৩৩.৬ ওভারে ১৭৯/৪) সেও আউট হয়ে গেল। ওই অবস্থায় আমি ঝুঁকি নিতে পারি না। কারণ আরেকজন সেট ব্যাটসম্যান আউট হয়ে গেলে নতুন ব্যাটসম্যানের ওপর চাপ পড়বে। এরপর যখন রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) সেট হল, তখন আমি চালিয়ে খেলার চেষ্টা করেছি।’
প্রথম ম্যাচ হেরে যাওয়ায় খানিকটা চাপে বাংলাদেশ। তবে মিরাজ অবশ্য এখনই নিরাশ হতে চান না। এখনও তার স্বপ্ন পরের দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা। যা নিয়ে তিনি বলেন, ‘এখনো সুযোগ আছে। ম্যাচ তো মাত্র একটা গেল। পরের ম্যাচ জিততে পারলে আমরা সিরিজও জিততে পারি।’
সেন্ট কিটসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আগামীকাল।
ঊষার আলো-এসএ