UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের ভেতরে দুর্নীতি হলে প্রকাশ করে দেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের ভেতরে কোনো দুর্নীতি হলে তা প্রকাশ করতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়েই সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয়, আপনারা প্রকাশ করে দেন। এতে আমরা সচেতন হব, সংশোধন করতে পারব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয়, আপনারা বলে দেবেন যে এটা করতেছেন, আপনারা জানিয়ে দেবেন। এতে আমার কোনো আপত্তি নেই।’

প্রকল্পটির কাজ ভালোভাবেই এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ পুরোপুরি শেষ হবে।

বাজেটের ভেতরেই কাজ শেষ করতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বাজেটের ভেতরেই কাজ শেষ করতে হবে। নতুন বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয় দিন পর বলে, আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে।’