UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আরও ২১ বীরাঙ্গনা পেয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

ঊষার আলো
আগস্ট ৩১, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ২১ জন বীরাঙ্গনা পেয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি। এসব বীরাঙ্গনাদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত ২৪ আগস্ট গেজেট জারি করেছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এই স্বীকৃতি পেয়েছেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৮ জনে।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন, বরিশালের রোকেয়া বেগম ও বিভা রানী মজুমদার, খুলনার সন্ধ্যা রানী বিশ্বাস ও অঞ্জনা বালা বিশ্বাস, পাবনার মোছা. আনোয়ারা বেগম ও মোছা. বিলকিস বানু, কুমিল্লার মোসা. তাহেরা বেগম ও নওগাঁর বদরুন নেছা।

এছাড়া, নাটোরের মোছা. আকলিমা বেগম, সাহেরা, মোছা. শরীফা ইসলাম, মোছা. ফিরোজা বেগম, হাফিজা বেগম, মোছা. কমেলা, নাছিমা বেগম, মোছা. আয়েশা বেগম, মোছা. ফাতেমা, মোছা. জোসনা বেগম, মোসা. আছমা বেগম, মোছা. রেজিয়া বেগম ও মোছা. আমবিয়া বেগম মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

(ঊষার আলো-আরএম)