ঊষার আলো ডেস্ক : আরও ৬১ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দিয়েছে সরকার । মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭০তম সভায় এ স্বীকৃতি দেয়া হয়েছে। রবিবার (২১ মার্চ) এই ৬১ জন বীর মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দিয়ে শহীদ বেসামরিক গেজেট জারি করেছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা)। বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এ নিয়ে দাড়ালো ৩ হাজার ২৯৫ জন।
এছাড়াও কুষ্টিয়া জেলার ১০ জন মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করা হয়েছে। এই গেজেট বাতিল করে বেসামরিক আরেকটি গেজেট জারি করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)