UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরিচা-কাজিরহাট নৌপথ স্বাভাবিক

usharalodesk
জানুয়ারি ৪, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) মধ্যরাত সোয়া ২টার দিকে যমুনা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফেরি চলাচল হওয়ায় ঘাট এলাকায় ধীরে ধীরে অপেক্ষমাণ পার হচ্ছে যানবাহনগুলো। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ খালেদ নেওয়াজ।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এতে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে। পরে যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল শুরু হওয়ার পর থেকে ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহন পারাপার শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, মধ্যরাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় আজ সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরি বন্ধ থাকায় উভয় ফেরিঘাটে শতাধিক যানবাহন পারাপারের জন্য অপেক্ষমাণ রয়েছে। ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

ঊষার আলো-এসএ