UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আরেক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আফ্রিদি

usharalodesk
অক্টোবর ২২, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের জাত চিনিয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। এদিন তিনি শ্বশুর আফ্রিদির সঙ্গে একটি রেকর্ডে ভাগ বসান। আরও একটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে পাকিস্তানের এই সিমার। খবর ক্রিকেট পাকিস্তানের।

এর আগে স্পিনার সাকলাইন মুশতাক ৫৩ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন। গত ম্যাচে তিনি আরেক পেসার মোহাম্মদ আমিরকে পেছনে ফেলে পাকিস্তানের বাঁ হাতি বোলারদের মধ্যে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন।

শুক্রবারের ম্যাচে শাহিন ৫ টি উইকেট নিয়েছেন। এ নিয়ে বিশ্বকাপে দুবার ৫ উইকেট পেলেন শাহিন। তার শ্বশুর শহীদ আফ্রিদিও একই রেকর্ডের ভাগিদার।

শাহিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন ২৬৭ উইকেট। ১২৭ ম্যাচ খেলে তিনি এই উইকেট ঝুলিতে ভরেছেন। এর আগে আমির ১৪৭ ম্যাচ খেলে ২৫৯ উইকেটের মালিক হন।

পাকিস্তানের বাঁ হাতি পেসারদের মধ্যে ওয়াসিম আকরাম ৯১৬ উইকেট পেয়েছিলেন টেস্ট ও ওয়ানডে মিলিয়ে।

ঊষার আলো-এসএ