UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আরো বাড়বে গরমের তীব্রতা

pial
মে ২০, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : সারাদেশে বাড়তে পারে তাপপ্রবাহ। সে সাথে দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, মাদারীপুর, চাঁদপুর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ তারিফুল ইসলাম কবির জানান, আগামী দুই দিন সার্বিক তাপমাত্রা দিনে সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস ও রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর্দ্রতা বেশি হওয়ার কারণে গরম ভাবটা বেশি। রাতের দিকে এই ভ্যাপসা গরম আরো বাড়তে পারে। এর মধ্যে দেশের কিছু জায়গায় বৃষ্টিও হতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শুধু রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

(ঊষার আলো-এসএইস)