UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইআরভির র‌্যালি

koushikkln
ডিসেম্বর ১৪, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  “নারীর মর্যাদা মানবাধিকারের ভিত্তি” কে প্রতিপাদ্য কওে ইনিশিয়েটিভ ফর রাইটভিউ (আইআরভি) ও পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট যৌথ উদ্যোগে বাগেরহাট এর যাত্রাপুর বাজারে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে র‌্যালির আয়োজনের মাধ্যমে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস ২০২২ উদযাপন করে।

র‌্যালিটি যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে যাত্রাপুর বাজার প্রদক্ষিন করে। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাগেরহাট পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন ও সিনিয়র সহ সভাপতি মোল্লা নজরুল ইসলাম। নারীর অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ বৃদ্ধি ও ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্টার বিষয়ে সকলে জোর দাবি তোলেন। নিশ্চিত ও মর্যাদার বিষয়ে তারা জোর দেন। র‌্যালিতে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির কার্যকরি সদস্য মোল্লা মনিরুজ্জামান, সদস্য মো আব্দুল গনি, আইআরভি’র ফিল্ড কোর্ডিনেটর হাসান মাহামুদ জসীম, এবং যাত্রাপুর পিপলস ফোরামের ভূমিহীন সদস্যগণ অংশগ্রহণ করেন।