UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আলজেরিয়ায় দাবানলে ২৫ সেনা নিহত

usharalodesk
আগস্ট ১১, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আলজেরিয়ায়। মানুষকে উদ্ধার করতে যেয়ে এখন পর্যন্ত ২৫ জন সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৭ জন বেসামরিকের মৃত্যু হয়েছে।

ইউরোপ ছেড়ে এবার আগুন ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও। উত্তর আফ্রিকার আলজেরিয়ায়  ভয়াবহ দাবানল।  ক্রমাগত বাড়ছে তাপমাত্রা । পাহাড়ি অঞ্চলে উপজাতিদের রক্ষা করতে যেয়ে আগুনে পুড়ে ২৫ জনের মৃত্যু হয়।  আহত হয়েছে ১১ জন তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র জানায়, সেনাবাহিনীর সদস্যরা অন্তত ১শ সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে। তাদেরকে কাবাইল অঞ্চল থেকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।  এ পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৪২ জনের। মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।

প্রধানমন্ত্রী বলছে, যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে রাজধানী শহরও এর কবলে পড়তে পারে । তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।

(ঊষার আলো-আরএম)